গোয়াইনঘাটে বিএনপি নেতা হাকিম চৌধুরীর পূজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৬:৩৫:২০ অপরাহ্ন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি শনিবার দিনভর গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন ও পৃথক মতবিনিময় করেন। এর আগে তিনি শুক্রবারও দিনভর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মন্ডপ পরিদর্শন করেন। তিনি টানা ২দিন উপজেলার বিভিন্ন মন্ডপের পূজারী, পুরোহিত, পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্দিরের শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেচ শাহজাহান সিদ্দিকী, ১ম যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস ও আব্দুস ছালাম প্রমূখ। বিজ্ঞপ্তি