দোয়ারায় খেলাফত মজলিসের সভা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৭:৪৩:৩১ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা: খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার নির্বাহী সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী ইনচার্জ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক, সিলেট কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সিলেট মহানগর জালালাবাদ থানার সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, ছাতক পৌর সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার।
উপজেলা দায়িত্বশীলদের মধ্যে মাস্টার জিল্লুর রহমান, মাওলানা নাজিম বিন হক, নূর আহমদ মাছুম, মোঃ ফয়জুর রহমান তালুকদার, ইফতেকার হোসেন, হাফিজ শাহীন আহমদ, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আরশাদ মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।