বিয়ানীবাজারে শিবিরের ছাত্র সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৪, ৮:৫২:২৩ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির ভিশন নিয়ে চলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার শাখা সুদীর্ঘ কয়েক বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে।
রোববার সকালে বিয়ানীবাজার পৌর এলাকায় অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক কর্মী। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে কর্মীসভায় জড়ো হোন। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।
বিয়ানীবাজার উপজেলা দক্ষিণের সভাপতি আহবাব হোসেন মুরাদের সভাপতিত্বে উত্তরের সভাপতি আমিনুল ইসলাম ও পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক সিদ্দিক আহমদ, সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, সাবেক সভাপতি মোহাম্মদ রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসাইন, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আবু আইয়ুব মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী, সিলেট জেলা পূর্বের অফিস সম্পাদক আদিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন আলমাস, সাবেক সাহিত্য সম্পাদক শফি আহমদ মুন্না।
উদ্বোধনী বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, স্বাগত বক্তব্য রাখেন উত্তর শাখার সভাপতি আমিনুল ইসলাম, বড়লেখা শহর শাখার সভাপতি হুমায়ুন কবির সাজু, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।