‘সিলটি পাঞ্চায়িত’ কমিটির স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ৭:১৬:৫৬ অপরাহ্ন
‘সিলটি পাঞ্চায়িত’ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মখলিসুর রহমানের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে ‘সিলটি পাঞ্চায়িত’ এর উদ্যোগে সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলের দ্বিতীয় তলায় এ স্মরণ সভার আয়োজন করা হয়।
‘সিলটি পাঞ্চায়িত’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হান্নানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুজ্জামান চৌধুরী। স্মরণসভায় যুক্তরাজ্য থেকে ‘সিলটি পাঞ্চায়িত’ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন।স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন ‘সিলটি পাঞ্চায়িত’ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজরীহান জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, সদস্য আজিজুর রহমান ও অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ। স্মরণসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল আহমদ। বিজ্ঞপ্তি