লালাবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মনির
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ৮:২৬:০১ অপরাহ্ন
দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোয়াজিদুল হক তুহিন অসুস্থতাজনিত কারণে ছুটিতে যাওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম মনির।
সোমবার দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন তোয়াজিদুল হক তুহিন। এসময় মনিরকে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের বাকি সদস্যরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন নজরুল ইসলাম মনির।
এর আগে ৯ অক্টোবর পরিষদের এক সভায় সব সদস্যের সম্মতিতে মনিরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে।
২০২১ সালের ২৮ নভেম্বর লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৎক্ষালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তোয়াজিদুল হক তুহিন বিজয়ী হন। বর্তমানে তিনি অসুস্থতার কারণে ছুটিতে গেছেন। ফলে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন নজরুল ইসলাম মনির।
মনির লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (নাজিরবাজার এলাকার) কুতুবপুর গ্রামের মৃত জাহির আলীর ছেলে। তিনি এ ওয়ার্ড থেকে মোট দুইবার সদস্য নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি