বিপিএলের প্লেয়ার ড্রাফট : সেই সিলেট স্ট্রাইকার্সেই মাশরাফী!
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৪, ৯:০০:৩২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : জল্পনা-কল্পনার মাঝে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে মোট ৪৪০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদেরকে ভাগ করা হয়েছিল পাঁচটি ক্যাটাগরিতে। আর ১৮৮ জন স্থানীয় খেলোয়াড়কে ভাগ করা হয়েছিল ৬ ক্যাটাগরিতে। সেখান থেকে দল গঠনের কাজ এগিয়ে নিয়েছে বিপিএলের সাত ফ্রাঞ্চাইজি। এর আগেই অবশ্য তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে তারা। যদিও এখনো সুযোগ আছে, চাইলে ফ্রাঞ্চাইজিগুলো আরো ক্রিকেটার নিতে পারবে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনার জন্ম দিয়েছে মাশরাফিকে নিয়ে। ক্রিকেটীয় জীবনের পড়ন্ত বেলায় গতবারের অনুজ্জ্বল মাশরাফি এবারো সিলেট স্টাইকার্সে জায়গা পেয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে কিছুদিন আগেই মাশরাফীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। এই মামলা জটিলতা চলাকালীনই বিপিএলের ড্রাফট থেকে মাশরাফীকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
মাশরাফীর অধীনেই প্রথমবার রানার্সআপ হয়েছিল ফ্র্যাঞ্জাইজিটি। গত মৌসুমেও সিলেটের হয়ে খেলেছিলেন, তবে ফিটনেস সমস্যা ও অনিয়মিত বোলিং নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি তখন জানিয়েছিল, মাশরাফি মাঠে শুধু উপস্থিত থাকলেই তারা খুশি। কিন্তু কিছু ম্যাচ খেলার পর জাতীয় সংসদের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান মাশরাফী। এবার বিপিএলের আগে সিলেট তাকে ধরে না রাখায় মাশরাফীর বাদ পড়ার গুঞ্জন উঠেছিল। তবে সোমবারের ড্রাফটে নিজেদের দ্বিতীয় ডাকেই মাশরাফীকে ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। এই ক্যাটাগরির খেলোয়াড়দের মূল্য ৪০ লাখ টাকা।
সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারোয়ার চৌধুরী মাশরাফীর বিরুদ্ধে মামলা করেন এই অভিযোগে- মাশরাফি ও তার সহযোগীরা জোর করে তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মূল প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা ছিনিয়ে নেন।
তবে এবার ভিন্ন পরিকল্পনায় মাশরাফিকে দলে ভিড়িয়েছে সিলেট-এমনটাই দাবি করেছেন সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক। তিনি বলেন, ‘মাশরাফি আমাদের দলে অনেক দিন ধরে আছে। তার ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত। গত বছর হয়তো সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে।
এদিকে, ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে দল পাননি মুমিনুল হক সৌরভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। রিশাদ ডাক পেয়েছেন সপ্তমবারে গিয়ে।
প্লেয়ার্স ড্রাফট এবং সরাসরি চুক্তি মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ন্যুনতম ১৪ সদস্যের দল গড়ে ফেলেছে।
এক ঝলকে দেখে নিন, কোন দল কেমন স্কোয়াড গড়েছে।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। বিদেশি: পল স্টার্লিং, জর্জ মানসি, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক, তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এসএম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ। বিদেশি: সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
ঢাকা ক্যাপিটালস
দেশি: মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, মুশফিক হাসান, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন। বিদেশি: থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজা।
চিটাগং কিংস
দেশি: সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব। বিদেশি: মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান। বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান। বিদেশি: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম। বিদেশি: ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, আলী মোহাম্মদ, খান জাহানদাদ, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।