হাথুরুসিংহে বরখাস্ত, নতুন কোচ ফিল সিমন্স
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৬:৩০:১৩ অপরাহ্ন
স্পোটর্স ডেস্ক: ফারুক আহমেদ বিসিবির সভাপতি হয়েই চন্ডিকা হাথুরুসিংহেকে ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে কিছুটা শঙ্কামুক্ত হন লঙ্কান কোচ। তবে ভারতে ভরাডুবির পর গদি ধরে রাখতে পারলেন না হাথুরু। তাকে বরখাস্ত করেছে বিসিবি। সঙ্গে করা হয়েছে শোকজ। এমনকি নতুন কোচ হিসেবে ক্যারিবিয়ান কিংবদন্তি ফিল সিমন্সের নামও ঘোষিত হয়েছে।
মিরপুরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করবো। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’ মূলত অসাদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার তার চুক্তির মেয়াদ ছিল ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। চুক্তি শেষের আগেই হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান।
২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি শেষের আগেই বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি ঘটছে এবারও। দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান—৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক ৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।





