ভারত ও কানাডার কূটনৈতিক উত্তেজনা: উভয় দেশের শীর্ষ কূটনীতিক বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৬:৩৯:৩৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। উভয় দেশই একে অপরের শীর্ষ কূটনীতিক এবং অন্যান্য কূটনীতিকদের বহিষ্কার করেছে। গত বছর কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে এই বিরোধ আরো তীব্র হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, কানাডার পুলিশের তদন্তে প্রমাণ মিলেছে যে, ভারতীয় এজেন্টরা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কানাডার পুলিশ অভিযোগ করে জানিয়েছে, ভারতীয় এজেন্টরা খুন, চাঁদাবাজি এবং সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং প্রো-খালিস্তান আন্দোলনের সমর্থকদের টার্গেট করছে। এই আন্দোলনটি ভারতের শিখদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবিতে কাজ করে। ভারত এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। এছাড়া ট্রুডোকে রাজনৈতিক স্বার্থে কানাডার শিখ সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য এই অভিযোগ তুলছেন বলে অভিযুক্ত করেছে।
ট্রুডো সোমবার এক লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ভারত একটি মৌলিক ভুল করেছে। তারা কানাডায় অপরাধমূলক কর্মকাণ্ডের সমর্থন দিচ্ছে, যা আমাদের সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। এই পরিস্থিতিতে উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।