দেশ ছেড়ে পালাচ্ছে ইহুদিরা
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৭:৪৫:৪৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল ছেড়ে বিদেশগামী লোকজনের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। ইসরাইলিরা এত সংখ্যায় বিদেশে পাড়ি জমাচ্ছে যে দেশটি আগে কখনো এমন পরিস্থিতির মুখে পড়েনি। বিদেশ যাওয়ার সময় লোকজন তাদের অর্থ-সামগ্রীও নিয়ে যাচ্ছে। এ ছাড়া অনেক শিক্ষিত ও দক্ষ লোক ইসরাইল ছেড়ে যাচ্ছে। জেরুজালেম পোস্ট লিখেছে, এভাবে লোকজন বিদেশে পাড়ি জমাতে থাকলে দীর্ঘ মেয়াদে ইসরাইলের ব্যাপক ক্ষতি বেশি হবে।
ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে ৪০ হাজার ৬০০ ইসরাইলি দেশ ছেড়েছে। ২০২৩ সালে যত মানুষ ইসরাইল ছেড়েছিল, এ বছর তার চেয়ে বেশি মানুষ দেশ ছেড়েছে। ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো দীর্ঘ মেয়াদে ইসরাইল ছেড়ে যাওয়া ও ফিরে আসা ব্যক্তিদের হিসাবের তথ্য হালনাগাদ করেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছর ইসরাইল ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছিল ৫৫ হাজার ৪০০ মানুষ। আগের এক দশকের গড়ের তুলনায় যা ছিল সর্বোচ্চ। এর আগে ইসরাইল থেকে প্রতি বছর গড়ে ৩৭ হাজার ১০০ ব্যক্তি বিদেশে পাড়ি জমিয়েছে। একই সময় ২৭ হাজার ৮০০ ব্যক্তি সেখানে ফিরেছে, যা এক দশকের গড় ২৩ হাজার ৮০০-এর তুলনায় বেশি।
এর আগে ২০২১ সালে ইসরাইলে বিদেশে পাড়ি দেওয়া ও ফিরে আসা ব্যক্তিদের যে হিসাবের পদ্ধতি ছিল, তাতে অভিবাসী হওয়া ও দেশে ফেরা ব্যক্তিদের সংখ্যা কম দেখানো হতো। নতুন হিসাবে দেখা গেছে, গত ১০ বছরে আরও ১ লাখ ২৬ হাজার ১০০ নাগরিক ইসরাইল ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে।
২০২৩ সালে ইসরাইল থেকে অভিবাসী হওয়া ব্যক্তিদের ৩৯ শতাংশই তেল আবিবসহ ধনী জেলাগুলোর বাসিন্দা ছিল। এর মধ্যে ২৮ শতাংশ ব্যক্তি হাইফা ও উত্তরাঞ্চলের আর ১৫ শতাংশ দক্ষিণাঞ্চলের। এর বাইরে জেরুজালেম থেকে ১৩ শতাংশ ও জুডিয়া ও সামারিয়া থেকে ৫ শতাংশ ব্যক্তি বিদেশ পাড়ি দিয়েছে। তবে এ বছরের গ্রীষ্মে ইসরাইল ছেড়ে যাওয়া মানুষের হার বাড়ে। এ বছরের প্রথম পাঁচ মাসে গড়ে ৫ হাজার ২০০ জন দেশ ছেড়েছিল। কিন্তু গত জুন ও জুলাই মাসে তা ৭ হাজার ৩০০ জন ছাড়িয়ে যায়।