ওসমানীনগরে অস্থায়ী হাট চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৪, ৯:১৮:২১ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরের গোয়ালাবাজারে সরকারী ভূমিতে অস্থায়ী হাট বসাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অনুমতি চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার এ আবেদন করেন তারা।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজারে ২০১০ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ফুটপাতের শৃংখলা ফেরাতে স্থানীয় হকারদের সরিয়ে পুনর্বাসন হিসেবে ১নং খাস খতিয়ানের ভূমি পুরাতন গরুর হাটের একটি অংশে বসার অনুমতি দেন। এরপর এদের মধ্যে ২৬জন ক্ষুদ্র ব্যবসায়ী একটি অংশে অস্থায়ী ঘর নির্মাণ করে ব্যবসা করেন। বাকি অংশে ছাগলের হাট এবং গণশৌচাগার স্থাপন করা হয়। গেল বছরের ২৬ অক্টোবর ভোরে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানগুলো আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার মালামাল ছাই হয়ে যায়। এরপর আবার তারা ওই ভূমিতে অস্থায়ীভাবে দোকান বসাতে চেষ্টা করলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেন।
ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কাদির বলেন, আমরা ফুটপাতে ব্যবসা করতাম। বাজারের শৃংখলার জন্য আমাদেরকে পুরাতন গরুর হাটে বসার অনুমতি দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেল বছর আমাদের দোকানগুলো আগুনে পুড়ে গেলে আবার বসতে সংশ্লিষ্টদের অনুমতি পাচ্ছি না।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। আমরা সংশ্লিষ্টদের নিয়ে বসে আইনগতভাবে সিদ্ধান্ত দেব।