নগরীতে টাস্কফোর্সের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৪, ৮:৫৯:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর আম্বরখানা এলাকার বুধবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বুধবার বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত কয়েকটি ডিমের আড়তে এ অভিযান চালায় তারা। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।কর্মকর্তারা জানান, বাজার তদারকিকালে মূল্য তালিকা না থাকা এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পাকা রশিদ ব্যবহার না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও অন্য সকল প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশুর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ, কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।