আকাশ মেঘলা-গুমোট গরম, সিলেটে বৃষ্টির আভাস
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৪, ৯:১৫:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বুধবার সকাল থেকে সিলেটের আকাশ মেঘলা। ধোঁয়াশার মতো পরিবেশ। সঙ্গে গুমোট গরম। দু-একবার সূর্য উঁকি দিলেও আবার চলে গেছে আড়ালে। দুপুরেও গোধূলির মতো হয়ে ছিলো চারপাশ।
আবহাওয়া বিভাগ বলছে, আকাশে মেঘ আছে। বৃষ্টি হতে পারে আজ থেকে ২ দিন। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের সুমদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তবে নিম্নচাপের যে গতিপ্রকৃতি, তাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
কাল শুক্রবার সকাল ৯টা থেকে পরে ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ সৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃষ্টি বাড়লেও দেশের নদ-নদীর পানি বাড়বে না। ফলে বন্যার কোনও শঙ্কা নেই বলে বন্যা পূর্বাভাসে জানানো হয়েছে।