কুড়ারবাজারে জমিয়তের সরাতুন্নবী সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ৬:০৩:১৩ অপরাহ্ন
জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়ারবাজার হাসপাতাল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিরাতুন্নবী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ জিয়া উদ্দিন। সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতী মুজীবুর রহমান, মুফতী নোমান কাসীমী ও মাওলানা আশিকে এলাহী। এসময় সিরাতুন্নবী (সাঃ) বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি