বড়লেখায় সাড়ে ৬ ঘন্টা পর মিললো বিদ্যুতের আলো
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৪, ৮:৩০:২০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পল্লীবিদ্যুত সমিতির পূর্ব-ঘোষণা ছাড়াই ব্ল্যাক আউটে বৃহস্পতিবার সাড়ে ৬ ঘন্টা বিদ্যুতহীন অবস্থায় চরম ভোগান্তির শিকার হয়েছেন পল্লীবিদ্যুতের বড়লেখা জোনাল অফিসের আওতাধীন বড়লেখা, জুড়ী ও কুলাউড়া উপজেলার প্রায় ৮০ হাজার গ্রাহক। এসময় গ্রাহকের মধ্যে চরম ক্ষোভ, অসন্তোষ ও চাপা উত্তেজনা বিরাজ করে। অবশেষে সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর বিদ্যুৎ সরবরাহ চালু হলে গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে আসে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহক খোঁজ নিতে জোনাল অফিসে যোগাযোগ করলে অফিস তালাবদ্ধ পান। মোবাইল ফোনও বন্ধ থাকায় তারা নানা বিড়ম্বনায় পড়েন। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষে পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারিরা ব্ল্যাক আউট কর্মসূচির পালন করছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বড়লেখা জোনাল অফিসের সাব-স্টেশন থেকে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। পূর্ব-ঘোষণা ছাড়াই এমন স্বেচ্ছাচারি কর্মসূচি পালনে গ্রাহকরা ক্ষুব্দ হয়ে উঠেন। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে বড়লেখা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সহকারি ডেপুটি জেনারেল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।