ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৪, ৭:১০:১৭ অপরাহ্ন
সিলেট জিন্দাবাজারের ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা বৃহস্পতিবার রাতে নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরী কাইয়ুমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী শাহীন মিয়া ও মোঃ মিলন হোসেন।
সভায় সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ফেডারেল ট্রেড সেন্টার ব্যবসায়ী মালিক সমিতি সিলেটের ১৩ সদস্য বিশিষ্ট ৪ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- উপদেষ্টা ফেডারেল এসোসিয়েট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম এনাম, ব্যবস্থাপনা পরিচালক মোতাহার হোসেন বাবুল, সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান চৌধুরী কাইয়ুম, সহ সাধারণ সম্পাদক মোঃ দুলাল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ মিলন হোসেন, প্রচার সম্পাদক মোঃ জনি, ধর্ম সম্পাদক মাহমুদুল ইসলাম তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাহেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফরহাদ, দপ্তর সম্পাদক মোঃ জুনেদ আহমেদ, সদস্য মোঃ নাজিম। বিজ্ঞপ্তি