রানীগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৪, ৮:৩৮:০৮ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার তান্ডবে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রানীগঞ্জ মধ্য বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রানীগঞ্জ ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি কাজী মাওলানা আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী রানীগঞ্জ ইউনিয়ন শাখার সেক্রেটারী আরজু মিয়া এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সেক্রেটারী হাফেজ আব্দুল মোক্তাদির খালেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার আমীর মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার সেক্রেটারী মাওলানা আফজাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার সাবেক সেক্রেটারী নেছার উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাস্টার আব্দুল তাহিদ, কর্ম পরিষদ সদস্য ওয়ালী উল্লা, শ্িরমক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।