ফিলিস্তিনীদের প্রতি সহযোগিতার হাত বাড়ান: তুরস্কে গোলাম পরওয়ার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ১২:২২:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের মুজাহিদদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার ১৮ অক্টোবর, তুরস্কের ইস্তাম্বুলে ইয়ুথ ফোরামের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে এ আহবান জানান তিনি।
ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে, নিপীড়ীত ফিলিস্তিনের পক্ষে জোর আওয়াজ তোলেন গোলাম পরওয়ার। গাজা ও ফিলিস্তিনের মজলুম, মুজাহিদদের সংগ্রামে বাংলাদেশের মানুষের একাত্মতার কথা ঘোষণাও করেন তিনি। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সার্বিক সহযোগিতার আহবান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল।
সম্মেলনের যোগ দেন, মরক্কোর সাবেক প্রধানমন্ত্রী, ফিলিস্তিন, তুরস্ক, ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, লেবানন, জর্ডানসহ আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আরও অংশ নেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ। সম্মেলনে অংশ নিচ্ছেন, বিশ্বের অর্ধশতাধিক মুসলিম দেশের প্রায় পাঁচশত প্রতিনিধি।