জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৮:১৬:৫০ অপরাহ্ন
অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা ও প্রেস/মুদ্রণ শিল্পে শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন এবং প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি আদায়ের আন্দোলন বেগবান করার লক্ষ্যে গত ১৮ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় সুরমা মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ে সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের কর্মিসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সভাপতি আবুল কালাম আজাদ সরকার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এর পরিচালনায় কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্যক্ষ নওয়াব আহমদ রাজ, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মির আজাদ, লালদীঘির পাড় আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, জেলা কমিটির যুগ্ন সম্পাদক মনির হোসেন, সদস্য জাবেদ মিয়া, সাইফুল ইসলাম, আনিস, সোহরাব, রুমান, রিমন আহমদ, হাবিবুর রহমান মুন্না, ইমন আহমদ, মো. আইনুল হোসেন, মো. সুজন মিয়া, মো সোহেল হোসেন, নুরুননবি বিদুৎ।
বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় দিন দিন মুদ্রণ শিল্পের যেমন উত্তরোত্তর উন্নতি ঘটছে তেমনি এই শিল্পের শ্রমিকদের কাজের দক্ষতা ও সৃজনশীলতাও সমানতালে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে এই শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নতি ঘটেনি। শ্রমিকদের কাজের নিশ্চয়তার বিষয়টি এখনো মালিকদের ইচ্ছার উপর নির্ভরশীল। এখনো মালিকদের এক কথায় শ্রমিকদের চাকরিচ্যুত করা হয় যখন তখন! অথচ দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিককে চাকুরিচ্যুত করতে হলে ৪ মাস আগে নোটিশ দিতে হবে। শুধু তাই নয়, শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান, ৮ ঘণ্টা কর্মদিবস, সপ্তাহে দেড়দিন ছুটি, অর্জিত ছুটি (২০ দিন), নৈমিত্তিক ছুটি (১০ দিন) অসুস্থতাজনিত ছুটি (১৪ দিন), উৎসব ছুটি (১১ দিন) ইত্যাদি আইনগত অধিকার থেকে মুদ্রণ/প্রেস শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে।
প্রেস শ্রমিকদের আন্দোলন সংগ্রামের ফলে সরকার নিম্নতম মজুরি প্রকাশ করেন যা বর্তমান বাজারে পরিবার পরিজন নিয়ে চলা দায়। কিন্তু তারপরও আইন হওয়ার প্রায় ৩ বছর হতে চললেও মালিকরা তা বাস্তবায়ন করছেন না। মালিকরা শ্রমআইন মানেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরও শ্রমআইন লঙ্ঘনের দায়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। সভা থেকে অবিলম্বে প্রেস/মুদ্রণ শিল্পে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করার জন্য সকল প্রেস/মুদ্রণ মালিকদের প্রতি আহবান জানান এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইনের পূর্ণ বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রমআইন প্রনয়ণ এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।