নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৪, ৮:৫৯:১৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাড়িতে লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এ হামলায় তার ব্যক্তিগত বাসভবনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি ইসরাইলি ও আরব গণমাধ্যম। তবে হামলার সময় নেতানিয়াহু এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এর ফলে প্রাণে বেঁচে গেছেন তারা। ইরসরাইলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে জেরুজালেম পোষ্ট, আল-জাজিরা সহ বহু গণমাধ্যম।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে এসব ড্রোন ছোঁড়া হয়েছে। ড্রোনগুলো তা একটি ভবনে আঘাত হানে। তবে ভবনটির পরিচয় প্রথমে প্রকাশ করেনি সামরিক বাহিনী। এর পাশাপাশি আরও দুটি ড্রোন ইসরাইলি ভূখ-ে প্রবেশ করে। তবে সে ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে ড্রোনগুলো।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলি পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, উপকূলবর্তী শহর কেসারিয়ায় নেতানিয়াহুর অবকাশ যাপন কেন্দ্রেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ড্রোন হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে হামলাটি লেবাননের ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি চালিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর জানায় আক্রমণের পরপরই তেল আবিব এলাকায় সাইরেন বেজে ওঠে। যার ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।