বিজিবি’র হাতে ২ কোটির টাকার পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ৮:৪০:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রোববার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা যায়, টাস্কফোর্সের অভিযানের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী উত্তর-কলাউড়া নামকস্থান থেকে ৪১ হাজার ৮৭৭ কেজি বাংলাদেশী রসুন ও ১০০ কেজি সুপারি জব্দ করা হয়।
অন্যদিকে, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় শাড়ি, ৩২১ বোতল মদ, ২ টি মোটরসাইকেল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৮ টি নৌকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য সোয়া ২ কোটি টাকা।