১৪৬ দিন পর ক্লাস শুরু, মুখর শাবি ক্যাম্পাস
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ৯:১৮:৪৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : টানা ১৪৬ দিনের স্থবিরতাকে কাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করেছে। শিক্ষকদের পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলের আন্দোলনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নানা সরকারি ছুটিতে স্থবির ছিলো শাবি।রোববার শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় ফেরার মাধ্যমে স্বস্তি ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে আন্দোলন থেকে ফেরা শিক্ষার্থীদের মাঝে। এদিন সকাল থেকেই ক্যাম্পাসে ‘প্রাণভরা উচ্ছ্বাস’ নিয়ে ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনই টার্ম টেস্ট দিয়ে আন্দোলন পরবর্তী ক্যাম্পাস জীবন শুরু হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের। এছাড়া কোর্সের বাকি থাকা সিলেবাসের ক্লাস হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
গত জুলাইয়ে অধিকাংশ বিভাগের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পেনশন স্কিম বাতিলের আন্দোলনে কর্মবিরতি ঘোষণা করেন শিক্ষকরা। এরপর কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব ক্লাস-পরীক্ষা বর্জন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক ব্যক্তিদের পদত্যাগের হিড়িক পড়ে। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অ্যাকাডেমিক স্থবিরতা কাটাতে গত ২ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক বদিউজ্জামান ফারুককে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়।কিন্তু তিনিও অনলাইনভিত্তিক ক্লাস কার্যক্রম চালু ছাড়া অ্যাকাডেমিক কোনো কার্যক্রম চালুতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি।গত ১৮ সেপ্টেম্বর উপাচার্য, উপউপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের পর ২৫ সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগগুলোকে ২০ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে আটকে থাকা চলতি সেমিস্টারের ক্লাস পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়।
ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভাগগুলো ২০ থেকে ২৩ অক্টোবরের মধ্যে সেমিস্টারের বাকি থাকা ক্লাস ও টার্ম টেস্ট নেওয়ার প্রক্রিয়া নিয়ে ২৪ অক্টোবর থেকে সেমিস্টার ফাইনালের রুটিন প্রকাশ করা হয়েছে বলে জানান বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।এদিকে, সরকার পতনের পর ক্যাম্পাস খোলার প্রথমদিনে দেখা যায়, সকাল থেকেই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের বিচরণ শুরু হয়েছে ক্যাম্পাসে। সমাজবিজ্ঞান, অর্থনীতি বিভাগ, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগসহ বিভিন্ন বিভাগে টার্ম টেস্ট অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, অর্থনীতি বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, সমাজকর্ম বিভাগ ও লোকপ্রশাসনসহ বিভিন্ন ক্লাস কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।কেমি কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগ, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগসহ কয়েকটি বিভাগে কোনো ক্লাস বা টার্ম টেস্ট অনুষ্ঠিত হয়নি। তবে এসব বিভাগে ২২ ও ২৪ অক্টোবর থেকে সেমিস্টার ফাইনাল শুরু হবে বলে জানান বিভাগগুলোর শিক্ষার্থীরা।
তাই এসব বিভাগের শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের জন্য অফিস কার্যালয়ে ভিড় করতে দেখা যায়। সব মিলিয়ে ক্লাস কার্যক্রম শুরুর প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোয়ার উদ্দিন চৌধুরী বলেন, সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। ঝুলে থাকা বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা আগামী ১৯ নভেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পরর্বর্তীতে সেশনজট নিরসনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।