গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নাগরিক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪, ৫:৫৭:১৯ অপরাহ্ন
গ্যাস বিদ্যুতের অযৌক্তিক মিটার ভাড়া ও ডিমান্ড চার্জসহ গ্রাহকদের হয়রানি বন্ধ এবং জ্বালানি বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত ও বিচারের দাবিতে মঙ্গলবার বলা ২ টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগে হয়েছে মহাদুর্নীতি। ২০১৪ সালে অনিয়ম দুর্নীতি ও অপচয় বন্ধে গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের পাইলট প্রকল্প হাতে নেয় জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট একটি কোম্পানী। এই কোম্পানীর অধীনে ২০১৫ সালে প্রিপেইড মিটার স্থাপন শুরু হয়। মিটারগুলো স্থাপনকালে তা বিনামূল্যে দেয়ার কথা হয়েছিল। সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে মিটারপ্রতি আবাসিকে মাসিক ৪০ টাকা ও বাণিজ্যিকে ২৫০ টাকা এবং গ্যাসের প্রিপেইড মিটার ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নেয়া হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং গ্রাহকদের সাথে রীতিমতো প্রতারণা। বক্তারা বলেন, অবিলম্বে গ্যাস বিদ্যুতের অযৌক্তিক মিটার ভাড়া ও ডিমান্ড চার্জসহ গ্রাহকদের হয়রানি এবং জ্বালানি বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করে বিচার করার প্রক্রিয়া শুরু করার জন্য জোর দাবি জানান।
সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন। কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা ও পরিষদের কেন্দ্রীয় নেতা নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় নেতা ডা. অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, মীর আব্দুল করিম পাখি মিয়া, সাবেক ছাত্রনেতা আব্দুল গফুর, আব্দুল মতোয়ালী ফলিক, সাংবাদিক শহীদ আহমদ খান সাবের, তারেক আহমদ বিলাস, আফসারুজ্জামান আফসার, ইউনুস আহমদ, পিয়ার হোসেন, হকার্স নেতা শাহজাহান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, শেখ মো. দীপু, হকার্স নেতা জানে আলম, মো. মধু মিয়া ও হাফিজ শরীফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি