কোম্পানীগঞ্জে কোরআন কটুক্তিকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৪, ৬:২৬:৪৫ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারী বদরুল ইসলাম (২৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে কোম্পানীগঞ্জ থানাধীন ২নং পূর্ব ইসলামপুর ইউপিস্থ ভাটরাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে কোম্পানীগঞ্জের ভাটরাই গ্রামের ইউসুফ আলী পুত্র।
কোরআন শরীফকে নিয়ে কটুক্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিলে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত আসামী আটক করতে অভিযান শুরু করে। ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে তৈমুরনগর গ্রামের মরহুম আব্দুল মালেকের ছেলে মোঃ লিটন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোরআন শরীফ নিয়ে কটুক্তিকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলার অবনতি না করতে পারে সে জন্য পুলিশি নজরদারি অব্যাহত আছে।