ওসমানী বিমানবন্দরে স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৬:৩১:২৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান দিপুকে যুক্তরাজ্য থেকে দেশে ফেরা উপলক্ষে ওসমানী বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়।
বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)’র সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুর রউফের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাহেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন পান্না, ৫নং বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, মহানগর যুবদলের সহ-সভাপতি মহাব্বত আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সারওয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুনু আহমদ। বিজ্ঞপ্তি