পুরাতন হকার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিদর্শনে মিফতাহ্ সিদ্দিকী
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৬:৫০:১৭ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ তাদের রেজিম চলাকালে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় ব্যবসায়ী সংগঠনগুলোতেও নির্লজ্জভাবে হস্তক্ষেপ ও দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছিল। দীর্ঘ ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের সর্বক্ষেত্রে পরিবর্তন এসেছে। গণতন্ত্রের চর্চাকে হত্যা করে নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে যেসকল প্রতিষ্ঠানে তারা নিয়ন্ত্রণ নিয়েছিল তা প্রকৃত নেতৃত্বের হাতে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ পুরাতন হকার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় পুরাতন হকার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন কমিশনারবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি