কুলাউড়ায় এইচপিভি টিকা ক্যাম্পেইন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৬:৫৩:৪৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কিশোরীদের মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৌরশহরস্থ রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দন।
উদ্বোধনকালে তিনি এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব উল্লেখ করে বলেন, কিশোরীদের জরায়ুর মুখে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অসচেতনতার অভাবে এ রোগে প্রতি বছর অনেক রোগী মারা যাচ্ছে। তাই সরকার কিশোরীদের এ রোগের সুরক্ষায় মাসব্যাপী এইচপিভি টিকাদানের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদানের মাধ্যমে মরণব্যাধি রোগ থেকে নিজেদের রক্ষার আহবান জানান ।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার বলেন, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ছাড়াও ১০ থেকে ১৫ বছর বয়সের মোট সাড়ে ২১ হাজার কিশোরীকে ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, মেডিকেল অফিসার ডা. মইনুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, মেডিকেল টেকনোলজিস্ট ( ইপিআই) মো. আফতাব উদ্দিন প্রমুখ।