কুলাউড়ায় শুক্রবার থেকে ৩ দিন বিভিন্ন ফিডারে বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৬:৫৫:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকল্পের কাজের জন্য শুক্রবার (২৫ অক্টোবর) থেকে রোববার (২৭ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন সিলেট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ২ প্রকল্পের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ।
তিনি জানান, প্রকল্পের আওতাধীন ১১ কেভি লাইনের কাজের জন্য শুক্রবার ভোর ৫টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা ও কাদিপুর ফিডার এবং শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতাল ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তিনি আরও জানান, শনিবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নার্সারি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সহযোগিতা কামনা করে সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।