সচিবালয়ে নাশকতার অভিযোগে ২৬ শিক্ষার্থী কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৮:১৭:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অবৈধভাবে সচিবালয় প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়াসহ নাশকতার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রোববার জামিন শুনানির জন্য দিন ধার্য করে আদালত। নতুন করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গত বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। পরে সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জন ছাড়া পেলেও ২৬ জনের নামে মামলা হয়।