আকবেটের সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৮:৩২:০৮ অপরাহ্ন
আকবেট অফিসে বৃহস্পতিবার ডোরস্টেপ লার্নিং প্রোগ্রামের সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউকে প্রবাসী সাংবাদিক নজরুল ইসলাম বাসন এবং ডোরস্টেপ লার্নিং প্রকল্পের কোঅর্ডিনেটর তানজিনা আক্তার মুক্তা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষিকা পম্পা তালুকদার এবং অর্চনা রানী পালকে বিশেষ সম্মাননা প্রদান করেন। পম্পা তালুকদারকে ‘বেস্ট টিচার ফর ফ্যামিলি সাপোর্ট’ এবং অর্চনা রানী পালকে ‘বেস্ট টিচার ফর একাডেমিক প্রোগ্রেস’ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য যে, আকবেট বর্তমানে সিলেটের ১৮টি ওয়ার্ডে শ্রমজীবী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি