লন্ডনের রাস্তায় আ’লীগ নেতারা বের হলে মানুষ ধাওয়া দেয়
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৬:১০:০৫ অপরাহ্ন
সংবর্ধনায় যুক্তরাজ্য বিএনপি সেক্রেটারী কয়ছর
মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তখন বৃহত্তর সিলেট জেলার আ’লীগের নামধারী নেতারা লন্ডন পালিয়ে যান। লন্ডনে গিয়েও তারা এখন আর সাহস করে রাস্তায় বের হতে পারেন না। রাস্তায় বের হলে মানুষ এখন তাদের ধাওয়া দেয়।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবার মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে এটি সাময়িক বিজয়। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে স্বল্প সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা বলেন। তিনি বলেন, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত সতর্কতার সাথে বিএনপি নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর চৌধুরী ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক সুজাত রেজা চৌধুরী, রাজশাহী বিএনপি নেতা নুরুজ্জামান খান, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সুনামগঞ্জ বিএনপির উপদেষ্টা এডভোকেট তাহের চৌধুরী পাবেল, ইংল্যান্ড বিএনপির যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, বিএনপি নেতা গিয়াস উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস, ইষ্ট লন্ডন বিএনপির সাধারণ সম্পাদক এসএম লিটন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বকসি জুবায়ের আহমেদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েস, যুবদল নেতা এ এম নিশাদসহ অন্যান্যরা।