১৭ মাসের শিশুর হার্টে ৩ ছিদ্র, সাহায্যের আবেদন
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৭:৫২:০৪ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: ১৭ মাসের একটি ফুটফুটে কন্যাশিশু রোমানা। রোমানা আক্তার রুহি জন্মের পর রুনু দম্পতির সংসারে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। রোমানা জন্মের কয়েক দিন পর তার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে।
চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে ছিদ্র নিয়েই রোমানা জন্ম নিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার অপারেশন প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসা খরচ জোগাতে পারছেন না রুমানার মা ও বাবা। রোমানা সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রুনু মিয়ার একমাত্র কন্যা শিশু। রুনু মিয়া একজন দিনমজুর।
রুনু মিয়া বলেন, জন্মের কয়েক দিন পর আমার মেয়ে রোমানা অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে সিলেটের ওসমানী হাসপাতালে ও পরবর্তী সময়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষার পরে রুমানার হার্টে ৩টি ছিদ্র ধরা পরে। ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। সবাই দ্রুত সময়ের মধ্যে রোমানার হার্টের অপারেশন করাতে বলেছেন। খরচ হবে ৫ লক্ষাধিক টাকা, কিন্তু আমি অর্থ সংকটের কারণে অপারেশন করাতে পারছি না। এমতাবস্থায় আমি সবার সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠানোর ঠিকানা বিকাশ পার্সোনাল ০১৭২২২৭১৪৪২।