শান্তিগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৭:৫৬:৩৩ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে স্কুলগামী ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ এবং বাংলাদেশ থেকে রোগীটি নির্মূলের লক্ষ্যে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু করা হয়েছে।.
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে টিকাদান কর্মসূচি পালন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, পরে সুবিধাজনক স্থানে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন চালু রাখা হবে।
হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন এর কার্যক্রম উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণধীর মজুমদার, সহকারী শিক্ষিকা দিলারা বানু, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জ্যোতির্ময় ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মল্লিকা দাস প্রমুখ।