বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:০১:৫৯ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক শুক্রবার স্তন ক্যান্সারের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
হাসপাতালের কনফারেন্স রুমে ‘স্ক্রীনিং জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্যে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের মেডিক্যাল এডভাইজার সাবেক সিভিল সার্জন ডাঃ ফয়েজ আহমদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিলেট জেলা পরিষদ প্রশাসক কে এম আলী আজম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের বিভাগীয় প্রধান, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নিয়মিত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ এস্তেফসার হোসাইন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অধ্যাপক থানজামা লুসাই, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবাসীদের উদ্যোগে দেশের উপজেলা পর্যায়ে এই ধরনের একটি বিশেষায়িত হাসপাতাল বিনির্মানের জন্য বিয়ানীবাজারবাসী তথা সকল প্রবাসীর প্রশংসা করেন এবং উক্ত হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
আলোচনা সভায় প্রধান আলোচক বলেন, স্তন ক্যান্সারসহ সকল ধরনের ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। ক্যান্সারের মতো মরনব্যাধির প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। এই সময় তিনি স্তন ক্যান্সারের সচেতনতামূলক ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে স্তন ক্যান্সারের লক্ষণ, কারণ, প্রতিকার- প্রতিরোধ ও সামজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের নিয়মিত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোহাম্মদ শফিউল্লাহ, সার্জারী বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ মনোরঞ্জন সরকার, হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, অন্যতম ট্রাস্টি নাসির উদ্দিন, কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, কোর্ডিনেটর জাকির হোসেন খান, সমাজসেবক মোজাম্মিল আলী, বিকন ফার্মাসিটিক্যালস এর জোনাল কর্মকর্তা কাইয়ুম হোসাইনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় হাসপাতালের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করা হয় এবং প্রধান অতিথি কে এম আলী আজম এবং সম্মানিত অতিথি অধ্যাপক থানজামা লুসাইকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি