হাসপাতাল থেকে বিস্ফোরক মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:৩০:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নগরীর একটি বেসরকারী হাসপাতাল থেকে বিস্ফোরক মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম লোকমান হোসেন (৪০)। সে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ নগরীর তেলীহাওরস্থ পার্কভিউ হাসপাতালের ক্যান্টিন থেকে তাকে গ্রেফতার করে।
এসএমপির কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, লোকমান হোসেন একটি বিস্ফোরক মামলার আসামী। কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পার্কভিউ হাসপাতালের ক্যান্টিন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।