কুলাউড়ায় স্বাস্থ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ৬:২৮:৩৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নবজাতক ও স্কুল শিক্ষার্থীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ৩১৩ জন নবজাতক ও স্কুল শিক্ষার্থীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রকল্পের ব্যবস্থাপক মি.পিউস প.স্না’র সভাপতিত্বে ও সমাজকর্মী ঊর্মিমালা রিছিলের সঞ্চালনায় স্বাস্থ্যসামগ্রী বিতরণীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার সঞ্জয় সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষড়ঋতুর বাংলাদেশে আবহাওয়ার তারতম্যের সাথে সাথে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব ঘটে। ফলে অনেকে খুব সহজেই এলার্জি, সাইনোসাইটিস, গলা ব্যথা, ঠান্ডা, সর্দিকাশি ও জ্বরের মতো কিছু যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত হন। ঋতুর পরিবর্তনের সুযোগে ভাইরাসগুলো আক্রান্ত রোগীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভঙ্গুর করে দেয়।
তিনি আরো বলেন, ঋতু পরিবর্তনজনিত রোগসমূহ কম বয়সী শিশুসহ বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। শিশু ও বয়স্কদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আক্রান্ত হবার পর শরীর পূর্বের অবস্থায় ফিরতে সময় নেয়। তাই ঋতু পরিবর্তনজনিত রোগসমূহ এবং তাদের প্রতিরোধক সম্পর্কে সচেতনতামূলক শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার তিনি আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন রেনেটা ফার্মাসিটিকেল প্রতিনিধি আসাদুজ্জামান, হান্স ব্যাচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রকল্পের এলসিসি চেয়ারম্যান মৃত্যুঞ্জয় তালুকদার।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের হিসাবরক্ষক মিসেস এডেন্টিনা লামিন, সিএসপি ও ইসিডি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংকুট ও ইউরেকা লাংছিয়াং শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, হান্না মুন্ডা, রাহেল মুন্ডা প্রমুখ।
বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ১টি করে কাপড় কাঁচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, টুথপেস্ট, পেট্রোলিয়াম জেলী এবং নারিকেল তেলসহ ১২ বছরের ঊর্ধ্বে ১৫০ জন মেয়েদের জন্য ৩ পাতা আয়রণ ট্যাবলেট এবং ২ প্যাকেট করে স্যানিটারি কিট।