বড়লেখায় আগুনে পুড়ল গোয়ালঘর-খড়ের গাদা
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ৭:০১:৩৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় এক প্রবাসীর বাড়ির গোয়ালঘর ও খড়ের গাদায় আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার রাত একটার দিকে উপজেলার রুকনপুর গ্রামের দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক একটার দিকে দুবাই প্রবাসী মুহিবুর রহমানের বাড়ির খড়ের গাদায় আগুন লাগে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের শব্দ শুনে পরিবারের লোকজনের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে তারা দেখেন, আগুনে গোয়ালঘর ও খড়ের গাদা পুড়ছে। তাদের হাল্লা চিৎিকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শামীম মোল্লা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়েছি। অল্প একটু খড় পুড়েছে। আর পাশে গোয়ালঘর ছিল। গোয়ালঘরের চারপাশ খোলা ছিল। টিনও বেশ পুড়েনি। আগুনে তেমন ক্ষতি হয়নি।