জকিগঞ্জে বাজার মনিটরিংয়ে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ৮:৩২:৩৯ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা পর্যায়ে গঠিত বাজার মনিটরিং কমিটি।
রোববার বিকালে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাইকারি ও খুচরাসহ সবজি বাজার মনিটরিং কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসলিম মিতু।
অভিযানে মূল্য তালিকা না থাকা, রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের জন্য মোবাইল কোর্টের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে-মেসার্স রইছ আলী ট্রেডার্স, মেসার্স জয়নাল আবেদীন ডিপার্টমেন্টাল ষ্টোর, রাজ্জাক ট্রেডার্স ও আল ইমরান ট্রেডার্স, কালিগঞ্জ বাজার জকিগঞ্জ। উল্লেখিত চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রত্যেক দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সমবায় কর্মকর্তা মোঃ ফখরুদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জহিরুল ইসলাম ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মুফিকুল হক সজল সহ অন্যরা।