লগি-বৈঠার তান্ডবে আহত-নিহতদের স্মরণে জামায়াতের আলোচনা সভা আজ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ৮:৪০:২৬ অপরাহ্ন
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবে শহীদ ও আহতদের স্মরণে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা আজ সোমবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগরী আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বিজ্ঞপ্তি