ফেঞ্চুগঞ্জে ২ দোকানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৪, ৯:০০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে ২ দোকানে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কার নেতৃত্বে উপজেলায় বাজার মনিটরিং কমিটির বাজার পরিদর্শনকালে মাইজগাঁও বাজারের মুন ফ্যশনের সত্বাধিকারী আব্দুর রহীম এবং শীতল ট্রেডার্সের সত্বাধিকারী তাজরুল ইসলামকে আলাদাভাকে ১০ হাজার টাকা করে এই জরিমানা করা হয়।
এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহমুদুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার জনি রঞ্জন দেব, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল।