বিয়ানীবাজারে বসতঘর পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৪, ৮:০১:০২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে রহস্যজনক আগুনে পুড়ে গেছে বসতঘর, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, দুটি মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র।সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের বদরুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবী করেছেন বদরুল আহমদের ছেলে রুবেল আহমদ।
বদরুল ইসলামের পুত্র রুবেল আহমদ বলেন, আমার মা ভোর বেলা দরজা-জানালা খুলে হাঁটাহাঁটি করতে বের হন। পরে এসে দেখেন ঘরে আগুন লেগেছে। তিনি বলেন, পরনের কাপড় ছাড়া আর কিছু পুড়ার বাকী নেই তাদের। কিভাবে আগুন লেগেছে এ নিয়ে এখনো অন্ধকারে পরিবারের সবাই। তাদের দাবী ষড়যন্ত্রমূলকভাবে কেউ হয়তো তাদের ক্ষতিগ্রস্ত করতে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে।
জানা যায়, সকালে আগুন দেখে বদরুল ইসলামের স্ত্রী চিৎকার চেঁচামেচি করলে এলাকার মানুষ এগিয়ে আসেন নেভাতে। এসময় ঘরের ভেতরে প্যারালাইজড বদরুল ইসলামকে উদ্ধার করা হয় এবং গোয়ালে থাকা গরুগুলোকে ছেড়ে দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। এর মধ্যে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ফায়ারসার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে। তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিয়ানীবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অনুপ কুমার সিংহ জানান, অগ্নিকান্ডের সুত্রপাত কোথা থেকে হয়েছে তা এখোনো নিশ্চিত নই, এটি তদন্তসাপেক্ষে জানা যাবে।