পল্টন হত্যা দিবসে রাজনগরে জামায়াতের সভা
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৪, ৮:১০:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহুল হাসানের সঞ্চালনায় স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মোঃ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদ। বক্তব্য রাখেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শেখ মু শাহাব উদ্দিন, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আহমদ মুহিত, সদর ইউনিয়ন আমীর মু দেলওয়ার হোসাইন বাবলু ও ছাত্রশিবির’র রাজনগর উপজেলা সভাপতি হাফিজ রায়হান আহমদ প্রমূখ।