জুড়ীতে আল ইহসান ফাউন্ডেশনের সভা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ৬:০৬:১২ অপরাহ্ন
সামাজিক ও শিক্ষা সহায়তামূলক সংগঠন আল ইহসান ফাউন্ডেশন জুড়ী এর নির্বাহী কমিটির সভা সোমবার রাত ৮ টায় পোস্ট অফিস রোডস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আল ইহসান ফাউন্ডেশনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি মাওলানা আব্দুল বারেক শাহী, উপদেষ্টা হাফিজ নূর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরুর রশীদ পলাশ, ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক মো. এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মুরাদ, অফিস সম্পাদক ইকবাল হোসাইন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাবীবুর রহমান হাবীব, ব্যবসায়ী কল্যাণ সম্পাদক সাইদুল আমীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসকর আলী, সহকারী কোষাধ্যক্ষ জাকির হোসাইন শান্ত ও সহকারী কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি