মীরগঞ্জ মাদ্রাসায় প্রবাসীর অনুদান
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ৬:১০:৩৯ অপরাহ্ন
গোলাপগঞ্জের মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আতিকুর রহমানের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আতিকুর রহমান।
মাদ্রাসার শিক্ষক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মো: সাজিদুর রহমান, মীরগঞ্জ মাদ্রাসার সাবেক সভাপতি ছয়েফ উদ্দিন, মীরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শফিকুর রহমান, সাবেক সভাপতি নাছির উদ্দিন, সাবেক সেক্রেটারি আবুল বাশার রানিক, নজমুল ইসলাম ও গৌছ উদ্দিন।
উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, মো: আব্দুস সুবহান, আব্দুল হাদি, শিমলা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি ২ হাজার করে আর্থিক অনুদান তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে মাওলানা আতিকুর রহমানের পক্ষ থেকে মীরগঞ্জ দ্বিপক্ষীক উচ্চ বিদ্যালয়ের ২০ জন মেধাবী গরীব শিক্ষার্থীকে আর্থিক অনুদান প্রদান করা হয়। বিজ্ঞপ্তি