গোলাপগঞ্জে যুক্তরাজ্য নেতৃবৃন্দদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ৬:৩৯:১৫ অপরাহ্ন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছিল। হাসিনা খুন-গুম, হামলা-মামলা, নির্যাতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল। তখন প্রবাসে বসেও আমাদের বিএনপি নেতৃবৃন্দ গণতন্ত্রের পক্ষে সোচ্ছার ছিলেন। তারা দেশ মাতৃকার গর্বিত সন্তান।
তিনি সোমবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী বাজারে সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে সার বিতরণ ও যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোলাপগঞ্জ ২নং সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন ছয়ফুলের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শিপু আহমদ ও সিলেট ল’কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।
যুক্তরাজ্য বিএনপি নেতা আজমুল ইসলাম দুলুর সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা: আব্দুল গফুর, জেলা বিএনপির উপদেষ্টা মহিসুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান হেলাল, জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জামেল আহমদ চৌধুরী। সংবর্ধিত যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এমাদ হোসেন টিপু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জাসাস ইউরোপের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ইকবাল হোসেন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, লন্ডন মহানগর বিএনপির সদস্য অপু শাহরিয়ার, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল মুবিন মাহফুজ।
বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদ, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল,আব্দুল মুমিন খান সাবুল, সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, বিএনপি নেতা জামাল আহমদ, সারবেছ আহমদ সাবু, বাহার উদ্দিন, জাহাঙ্গীর আলম, সেলিম আহমদ, মাহমুদ হোসেন, ইমরান আহমদ চৌধুরী, বাবর আহমদ চৌধুরী, কাজী দেলওয়ার আহমদ, ফখরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি