বিশ্বনাথে শিক্ষানুরাগী মিছবাহ সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ৭:২৩:০৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি শিক্ষানুরাগী মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে দেওকলস ইউনিয়নের সৎপুর উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার বাদ যোহর বিদ্যালয় হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাছুম আহমদ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক ডাক্তার এম. মাহবুব আলী জহির, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি মো. ফারুক মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ইউপি সদস্য মো. আব্দুর রুপ, শিক্ষানুরাগী মো. নূর ইসলাম, ইলিয়াস আলী, আজম আলী, কলিম উদ্দিন, জাকারিয়া শিকদার। এসময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী শুকুর আলী, নূরুল হক, নূরুল ইসলাম, শিমুল মিয়া, জুয়েল মিয়া, গোলাম আলী, মধু মিয়া, মশুর আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান, কামরুজ্জামান, খলিল উল্লাহ, মতিউর রহমান, হেমায়েতুল্লাহ, শুধু রাম বর্মন, অফিস সহকারী হোসনে আরা, দপ্তরী আব্দুল মান্নান প্রমুখ। সভা শেষে সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।