সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই: চরমোনাই পীর
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৪, ৭:১৮:৩০ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই বলেছেন, কালো টাকা, পেশীশক্তি ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই। পিআর পদ্ধতির নির্বাচনে ভোটারদের ভোটের প্রকৃত মূল্যায়ন হয়।
তিনি আরও বলেন, যে সকল বিজ্ঞজনেরা বলেন সংবিধান মেনে রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব নয়, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার সময় কি সংবিধান অনুসরণ করেছিলেন? গণঅভ্যুত্থানে হাজারো ছাত্রদের বুকের উপর গুলি করে যখন হত্যা করা হয়েছিল তখন কি সংবিধান হয়েছিল? আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দলগুলো ছাত্রদের গণঅভ্যুত্থানকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন করেছিল এখন কেন আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে ক্ষমতায় রাখার জন্য সংবিধানের দোহাই দেয়া হচ্ছে। বর্তমান রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে নির্বাচন দেয়া মানে আওয়ামী লীগের অধীনে নির্বাচন দেয়া এমনটাই ধরে নেয়া যায়। যার কারণ হলো আওয়ামী লীগের প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা কর্মচারী এখনো বহাল তবিয়তে রয়েছেন।
জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা-শায়খুল হাদিস মুফতি রহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি ওমর ফারুক সন্দিপি, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সম্পাদক সিলেট বিভাগ মুফতি মাওলানা মাঈনুদ্দিন খান তানভীর, বামুক সিলেট বিভাগীয় সদর মুফতি মাওলানা রিজওয়ানুল হক, সিলেট জেলা সহ সভাপতি উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাওলা আমির উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুসসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি