বড়লেখায় পল্টন হত্যা দিবস স্মরণে জামায়াতের সভা
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ৫:২৫:২১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ২৮ অক্টোবর পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামী দক্ষিণভাগ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।
জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান বেলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রভাষক মাওলানা খালেদ আহমদ, জাতীয় ইমাম ও খতিব সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, ইউপি সদস্য এনামুল হক, জামায়াত নেতা আক্তার হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল আহমদ লায়েক প্রমুখ।