ধর্মঘর সীমান্তে ১ মাসে ৩১ অনুপ্রবেশকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ৭:৩১:০১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তে চলতি অক্টোবর মাসে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ৩১ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে। এর আগে লাগাতার এতো সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়নি। ভারতে বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে পড়ায় সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টা বেড়েছে।
ধর্মঘর বিজিবি সুত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর আটক হয়েছে ৬ জন, ১৯ অক্টোবর ৬ জন, ২০ অক্টোবর ৪ জন, ২২ অক্টোবর ২ জন, ২৬ অক্টোবর ৩ জন, ২৯ অক্টোবর ৮ জন, ৩০ অক্টোবর ২ জন।
ধর্মঘর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আ. রউফ জানান, স্থানীয় কিছু দালাল চক্রের সহায়তায় সীমান্ত পথে ভারতের ত্রিপুরা প্রদেশে অবৈধভাবে কেউ কাজের উদ্দেশ্যে, কেউ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। বিজিবির টহলদল গত এক মাসে টহল জোরদার করে সীমান্ত থেকে দালালসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। বিজিবি বাদি হয়ে আটক ৩১ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা করেছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, সীমান্তে পথে অবৈধ উপায়ে যাতে কেউ ভারতে গমন না করতে না পারে সেজন্য সীমান্তে টহল জোরদার করেছে। সীমান্তে বিজিবি সক্রিয় থাকায় অক্টোবর মাসে ৩১ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।