ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৯০
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ৯:২৮:২৯ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ সময়ে নতুন করে এক হাজার ১৫৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২৯০ জন, আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৫৭৪ জন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ২ জন চট্টগ্রাম জেলা ও ১ জন ঢাকা সিটি করপোরেশনের বাইরের বাসিন্দা।আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৩৯৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহীতে ৬৫ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৬০ শতাংশ নারী। এছাড়া মৃত ২৯০ জনের মধ্যে ৫৩ দশমিক ১০ শতাংশ নারী এবং ৪৬ দশমিক ৯০ শতাংশ পুরুষ।