জুড়ীতে আসাদ উদ্দিন বটল স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৪, ৬:৩৫:১০ অপরাহ্ন
জুড়ী প্রতিনিধি: বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বড়লেখা উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আসাদ উদ্দিন বটল-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় জুড়ী এম জেড কমিউনিটি সেন্টারে মৃত্যুবার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. এ. মোহাইমীন শামীম এর সভাপতিত্বে ও শাহীন আহমদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
প্রধান বক্তা ছিলেন প্রবাসী বিএনপি নেতা সেলিম আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা জহরত এবাদ চৌধুরী, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহিবুর রহমান ফারুক, সহ-সভাপতি মুজিবুর রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, ফখরুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, বিএনপি নেতা জায়েদ তালুকদার, ডাঃ মুস্তাকিম হোসেন বাবুল, মুস্তাক খান, আব্দুল কাইয়ূম চেয়ারম্যান, সিরাজুল ইসলাম চেয়ারম্যান ও মুস্তাকিম আহমদ।
বক্তব্য রাখেন জইন উদ্দিন, আব্দুল হেকিম, খুর্শীদ আলম, জামাল উদ্দিন সেলিম, ছয়ফুর রহমান, মোতাহার হোসেন, দেলোয়ার হোসেন, জাকারিয়া শিপলু, হাবিবুর রহমান, জামাল উদ্দিন, নাহিদুল ইসলাম রতন, জালাল আহমদ, আনোয়ার হোসেন, ফয়জুর রহমান, রুবেল আহমদ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও জাসাস এর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম আসাদ উদ্দির বটল এর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।